বাংলার আকাশ ডেস্ক : খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন গুইমারা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সার্জেন্ট মাহবুব এর নেতৃত্বে একটি চৌকস সেনা টহল দল খাগড়াছড়ি হতে ফেনী গামী শান্তি পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪০৯০৯) তল্লাসী করে ২ বস্তা মোড়ানো অবস্থায় ১১০ লিটার(৬০ প্যাকেট) দেশীয় বাংলা মদ সহ মোঃ বাবলু(৩৮)ও মোঃ আব্দুল হালিম (৩৫)নামক ০২ জন ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে জব্দকৃত মদ সহ উক্ত ০২ ব্যক্তিকে গুইমারা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। তাদের বিচারীও ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আটককৃত ব্যক্তি মোঃ বাবলু (৩৮) ও মোঃ আব্দুল হালিম(৩৫) ।
সম্পাদক ও প্রকাশক, এ কে এম কাফিল উদ্দিন সুমন
মিম টাওয়ার, তৃতীয় তলা, ১০৪শুক্রাবাদ, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা ১২০৭
doinikbanglarakash@gmail.com
01614470777..01886406321
Copyright © 2025 বাংলার আকাশ ডট নেট - banglarakash.net. All rights reserved.