আন্তর্জাতিক নারী দিবসে সমবায় ও নারীর ক্ষমতায়ন নিয়ে একটি মনোজ্ঞ আলোচনা চক্রের আয়োজন করে ফারাক্কার খোদাবন্দপুর কৃষি উন্নয়ন সমিতি। মূলত কৃষি উন্নয়ন সমিতির কর্তা মোশাররফ হোসেনের উদ্যোগেই এই সেমিনারের আয়োজন।
সম্প্রতি খোদাবন্দপুর কৃষি উন্নয়ন সমিতি স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে একটি রূপচর্চার প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল। ৩০ টি গোষ্ঠীর ৩০ জন মহিলা ১৫ দিন যাবত এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছিলেন। এদিন আলোচনার শেষে প্রশিক্ষণ প্রাপ্ত ৩০ জন মহিলার হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়। মূল লক্ষ্য একটাই,গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করে গড়ে তোলা। রূপচর্চার প্রশিক্ষণ শিবিরে পেডিকিওর,ম্যানিকিওর, আইব্রো,আপার লিপ থ্রেটিং,ওয়াক্সিং, হেয়ার কাটিং, কনে সাজানো ইত্যাদি শেখানো হয়।
সমবায় সমিতির কর্তা প্রখ্যাত সমাজকর্মী মোশাররফ হোসেন বলেন, গ্রামীণ মহিলাদের দারিদ্রতার অভিশাপ থেকে মুক্তি পেতে সমবায় একটা বড় শক্তি। আমাদের লক্ষ্য, সমবায়ের মাধ্যমে নারীদের কর্মসংস্থান ও স্বনির্ভরতার সুযোগ করে দেওয়া। গ্রামীন মহিলাদের আরো বেশি আর্থিক ও সামাজিক ক্ষমতা বৃদ্ধি করা।
মোশাররফ হোসেন বলেন, ফারাক্কার প্রতিটি নারী খাদ্য, বস্ত্র, ও বাসস্থানের সুযোগ পাবে। পাশাপাশি শিক্ষা ও চিকিৎসার পর্যাপ্ত সুবিধাও পাবে, এই হচ্ছে আমার স্বপ্ন। তিনি বলেন, সমবায়কে আরো বেশি বেশি করে গণমুখী করে তুলতে হবে। আমি আপ্রাণ চেষ্টা করছি আমাদের আন্দোলনকে আরো বেশি গতিশীল করে তুলতে। আরো বেশি অর্থবহ করে তুলতে। কেননা সমবায় হচ্ছে গণতন্ত্রের পথ। সমবায় হচ্ছে সমাজতন্ত্রের পথ।
সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেন, সমবায় আন্দোলনে নারীদের আরো বেশি বেশি করে অংশগ্রহণ করা উচিত। পাশাপাশি মহিলাদের দক্ষতা বৃদ্ধির উপর আরো বেশি জোর দিতে হবে।
এদিন সেমিনারে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিসিইআই বাপ্পা মন্ডল, মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ফারাক্কা শাখার সুপারভাইজার জিয়াউর রহমান, দৈনিক জয় বাংলা পত্রিকা সম্পাদক আলি আহসান বাপি, বাহাদুরপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির চেয়ারম্যান মহুয়া মুখার্জি, খোদাবন্দপুর কৃষি উন্নয়ন সমিতির সম্পাদক ওয়াসেফ হোসেন কাজল, খোদাবন্দপুর কৃষি উন্নয়ন সমিতির সভাপতি আনোয়ার হোসেন, কামরুজ্জামান সহ আরও বহু বিশিষ্ট জনেরা ।
সম্পাদক ও প্রকাশক, এ কে এম কাফিল উদ্দিন সুমন
মিম টাওয়ার, তৃতীয় তলা, ১০৪শুক্রাবাদ, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা ১২০৭
doinikbanglarakash@gmail.com
01614470777..01886406321
Copyright © 2025 বাংলার আকাশ ডট নেট - banglarakash.net. All rights reserved.