মোস্তফা আল মাসুদ,বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়া শহরের কল্পনা ফিলিং স্টেশনের পাশে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী দুইজন নিহত হয়েছে।
আজ (রবিবার ০৯:০৩:২৫ ইং) বগুড়া শহরতলীর চারমাথায় ২ ঘটিকায় বগুড়া শহরের কল্পনা ফিলিং স্টেশনের পাশে ঢাকা রংপুর মহাসড়কে দুর্ঘটনায় স্বামী-স্ত্রী দুজনেই মৃত্যুবরণ করেন।
মোঃসজল ইসলাম (৫০) পিতা- মৃত-তোফা ইসলাম , মোছাঃ হোসনেয়ারা বেগম (৪৫) স্বামী: মোঃসজল ইসলাম,উভয়ের ঠিকানা করোনেশন স্কুলের পাশে,
বগুড়া সদর, বগুড়া।)
পথচারীরা জানায় মৃত্যু সজল ইসলাম বাইক চালাচ্ছিল। তখন মহাসড়কে থাকা একটি কালো মাইক্রোর সঙ্গে ধাক্কা খেলে বাইক সহ মহাসড়কে ছিটকে পড়ে যায় ঠিক তখনই পিছন থেকে ঢাকা গামী হানিফ পরিবহন সজল ও তার স্ত্রীকে চাপা দিয়ে চলে যায়। মাথা চাকাতে পিষ্ট হয়ে মগজ বের হয়ে রক্তাক্ত হয়ে যায় রাস্তাটি। পথচারীরা দেখে এগিয়ে এসে লাস্ট দুটা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
মৃত দুজনের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এ কে এম কাফিল উদ্দিন সুমন
মিম টাওয়ার, তৃতীয় তলা, ১০৪শুক্রাবাদ, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা ১২০৭
doinikbanglarakash@gmail.com
01614470777..01886406321
Copyright © 2025 বাংলার আকাশ ডট নেট - banglarakash.net. All rights reserved.