, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম:
গাইবান্ধায় ধর্ষণের বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল সমাবেশ ভান্ডারিয়ায় নির্বাচন কমিশনে এনআইডি রাখার দাবীতে অবস্থান কর্মসূচী ও মানববন্ধন বগুড়ায় ট্রাকচাপায় তিন বন্ধু নিহত আইবিসিএফ টাস্ক কমিটির ৪২তম সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসে সমবায় আন্দোলনের নেতা মোশাররাফ হোসেন শোনালেন গ্রামীণ নারীদের স্বনির্ভরতার গল্প রিফাত চৌধুরীর অসাধারণ সাফল্য: গর্বিত মিশিগান প্রবাসী বাংলাদেশিরা, গর্বিত আলীনগরবাসী বঙ্গবীর ওসমানীকে ‘স্বাধীনতা পদক’ প্রদান করায় অভিনন্দন ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে  ভান্ডারিয়ায় শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা

২০টি পেইনকিলার নিয়েও খেলেছেন মুশফিক, জানালেন তার স্ত্রী

হতাশার এক চ্যাম্পিয়ন্স ট্রফি কাটানোর পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন মুশফিকুর রহিম। তবে দেশকে তিনি দিয়েছেন অনেক কিছুই।

তার বিদায়ে তাইতো আবেগঘন বার্তায় স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি তুলে ধরলেন পরিশ্রমের কথা। সমালোচকদের কাছেও করলেন অনুরোধ।
গতকাল রাত ১১টায় ফেসবুক পোস্টে নিজের অবসরের কথা জানান মুশফিক। ওয়ানডে থেকে অবসর নিয়ে আজ অবশ্য ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন তিনি। ঠিক তখনই আবেগঘন পোস্ট দিলেন তার স্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ‘ওয়ানডে থেকে অবসরের জন্য দারুণ সন্তুষ্টি নিয়ে গর্বের সঙ্গে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয়! দারুণ ওয়ানডে ক্যারিয়ার ছিল তোমার আলহামদুলিল্লাহৃ। তোমাকে দেখেছি নিজে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কঠোর পরিশ্রম করতে, ভাঙা পাঁজর নিয়ে খেলতে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য একসঙ্গে ২০টি পেইনকিলার নিয়ে খেলতে!!কখনোই নিজের জন্য খেলোনি তুমি, বরং খেলেছো দল ও দেশপ্রেমের জন্য। ওযু না করে কখনও ব্যাট ও বল স্পর্শ করত না, এমন সৎ একজনকে নিজের পাশে পেয়ে আমি ধন্য। ’

পরিবারের কাছে মুশফিকের গ্রহনযোগ্যতার পাশাপাশি ত্যাগ ও কীর্তির কথা তুলে ধরেন জান্নাতুল। তিনি বলেন, ‘তুমি পারিবারিক একজন মানুষ, আমাদের বাচ্চারা তোমার দারুণ পছন্দ করে। আশা করি শাহরোজ তোমার গুণ পাবে এবং তোমাকে জীবনের আদর্শ মানবে। জানি, এটা ছিল কঠিন সিদ্ধান্ত। তবে আরও উজ্জ্বল পথচলা তোমার অপেক্ষায়। আমাদের জন্য এখনও পর্যন্ত যা করেছো, আমাদের পরিবার তাতে সবটুকু তৃপ্ত এবং এটুকুই যথেষ্ট। বাকি দুনিয়া নেতিবাচক কথা বলতে থাকুকৃ। ’

সমালোচকদের প্রতি একটি বার্তায় মুশফিকের স্ত্রী বলেছেন, ‘সবশেষে, দুনিয়াকে আমি এটা বলব, কাউকে এতটা সমালোচনা করবেন না যে প্রার্থনার আসরে বসে কাঁদতে হয় আপনাদের জন্য। আমরাও মানুষ। ’

 

ট্যাগ:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

গাইবান্ধায় ধর্ষণের বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল সমাবেশ

২০টি পেইনকিলার নিয়েও খেলেছেন মুশফিক, জানালেন তার স্ত্রী

আপডেট সময়: ০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

হতাশার এক চ্যাম্পিয়ন্স ট্রফি কাটানোর পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন মুশফিকুর রহিম। তবে দেশকে তিনি দিয়েছেন অনেক কিছুই।

তার বিদায়ে তাইতো আবেগঘন বার্তায় স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি তুলে ধরলেন পরিশ্রমের কথা। সমালোচকদের কাছেও করলেন অনুরোধ।
গতকাল রাত ১১টায় ফেসবুক পোস্টে নিজের অবসরের কথা জানান মুশফিক। ওয়ানডে থেকে অবসর নিয়ে আজ অবশ্য ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন তিনি। ঠিক তখনই আবেগঘন পোস্ট দিলেন তার স্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ‘ওয়ানডে থেকে অবসরের জন্য দারুণ সন্তুষ্টি নিয়ে গর্বের সঙ্গে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয়! দারুণ ওয়ানডে ক্যারিয়ার ছিল তোমার আলহামদুলিল্লাহৃ। তোমাকে দেখেছি নিজে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কঠোর পরিশ্রম করতে, ভাঙা পাঁজর নিয়ে খেলতে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য একসঙ্গে ২০টি পেইনকিলার নিয়ে খেলতে!!কখনোই নিজের জন্য খেলোনি তুমি, বরং খেলেছো দল ও দেশপ্রেমের জন্য। ওযু না করে কখনও ব্যাট ও বল স্পর্শ করত না, এমন সৎ একজনকে নিজের পাশে পেয়ে আমি ধন্য। ’

পরিবারের কাছে মুশফিকের গ্রহনযোগ্যতার পাশাপাশি ত্যাগ ও কীর্তির কথা তুলে ধরেন জান্নাতুল। তিনি বলেন, ‘তুমি পারিবারিক একজন মানুষ, আমাদের বাচ্চারা তোমার দারুণ পছন্দ করে। আশা করি শাহরোজ তোমার গুণ পাবে এবং তোমাকে জীবনের আদর্শ মানবে। জানি, এটা ছিল কঠিন সিদ্ধান্ত। তবে আরও উজ্জ্বল পথচলা তোমার অপেক্ষায়। আমাদের জন্য এখনও পর্যন্ত যা করেছো, আমাদের পরিবার তাতে সবটুকু তৃপ্ত এবং এটুকুই যথেষ্ট। বাকি দুনিয়া নেতিবাচক কথা বলতে থাকুকৃ। ’

সমালোচকদের প্রতি একটি বার্তায় মুশফিকের স্ত্রী বলেছেন, ‘সবশেষে, দুনিয়াকে আমি এটা বলব, কাউকে এতটা সমালোচনা করবেন না যে প্রার্থনার আসরে বসে কাঁদতে হয় আপনাদের জন্য। আমরাও মানুষ। ’