রাঙামাটি জেলার বরকল উপজেলায় আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব, অসহায় ও বিধবাদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয় ।"অসহায়দের ভাবনাহীন সিয়াম সাধনা ইফতার সামগ্রী বিতরন প্রকল্প- ২০২৫ইং" আওতায় গত ০৩-০৩-২০২৫ইং তারিখ বিকাল ০৩ ঘটিকার সময় রাঙামাটি জেলার দুর্গম উপজেলা বরকলের ভুষনছড়ায় পঞ্চাশটি পরিবারের মাঝে এ সামগ্রী বিতরন করা হয়।মাথা পিছু আট কেজি পণ্য প্যাকেজের আওতায় ছিলো ২কেজি ছোলা,২ কেজি মসুর ডাল,১ কেজি চিনি, ১ কেজি মুড়ি ১ লিটার সয়াবিন তেল ও ১ কেজি খেজুর। আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি আব্দুর রহমান তালহা ও এলাকার স্বেচ্ছাসেবকগণ সরাসরি এ কার্যক্রমে অংশগ্রহন করেন।
সম্পাদক ও প্রকাশক, এ কে এম কাফিল উদ্দিন সুমন
মিম টাওয়ার, তৃতীয় তলা, ১০৪শুক্রাবাদ, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা ১২০৭
doinikbanglarakash@gmail.com
01614470777..01886406321
Copyright © 2025 বাংলার আকাশ ডট নেট - banglarakash.net. All rights reserved.