দেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের ক্লাস্টার (গুচ্ছ) সংক্রমণ শনাক্তের তথ্য জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। সোমবার (০৩ মার্চ) সংস্থাটির ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়। ওয়েবসাইটে বলা হয়, আইসিডিডিআর,বির বিজ্ঞানীরা সম্প্রতি সীমিত পরিসরের পরীক্ষা চালিয়ে ২০২৩ সালে সংগৃহীত রোগীর নমুনায় জিকা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করেন। এতে পাঁচটি সংক্রমণের ঘটনা পাওয়া যায়।
এটি ঢাকায় প্রথমবারের মতো জিকা আক্রান্ত রোগীদের ক্লাস্টার শনাক্তের ঘটনা। বাংলাদেশি এই স্ট্রেইন এশিয়ান লাইনেজের অন্তর্গত। এতে আক্রান্ত হলে মাইক্রোসেফালি ও অন্যান্য স্নায়বিক রোগের মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে।
আইসিডিডিআর,বি বলছে, বাংলাদেশের গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু, এর উষ্ণ তাপমাত্রা এবং দীর্ঘ বর্ষাকাল এডিস মশার জন্য সর্বোত্তম প্রজনন পরিস্থিতি তৈরি করে। এ কারণে মশাবাহিত অনেক রোগ হয়। ডেঙ্গু ছাড়াও এখানে চিকুনগুনিয়া দেখা গিয়েছিল। এবার জিকা ভাইরাসও শনাক্ত হলো।
ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো জিকা ভাইরাসও এডিস মশার মাধ্যমে ছড়ায়। জিকা ভাইরাসে আক্রান্ত হলে লক্ষণ ডেঙ্গুর মতো হলেও ৮০ শতাংশের ক্ষেত্রেই তা ধরা পড়ে না।
জিকা ভাইরাস শরীরে বছরের বছর থাকে। যৌন সম্পর্কের মাধ্যমেও এই ভাইরাস ছড়ায়। জিকা আক্রান্ত হয়ে কোনো নারী গর্ভধারণ করলে অথবা সন্তানসম্ভবা নারী জিকা আক্রান্ত হলে নানা শারীরিক ত্রুটি নিয়ে শিশু জন্ম নেয়।
সম্পাদক ও প্রকাশক, এ কে এম কাফিল উদ্দিন সুমন
মিম টাওয়ার, তৃতীয় তলা, ১০৪শুক্রাবাদ, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা ১২০৭
doinikbanglarakash@gmail.com
01614470777..01886406321
Copyright © 2025 বাংলার আকাশ ডট নেট - banglarakash.net. All rights reserved.