ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বলেছেন, যুক্তরাজ্যে তার পূর্ণ সমর্থন রয়েছেন। আগের দিন ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পরদিন শনিবার ডাউনিং স্ট্রিটে তারা সাক্ষাৎ করেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বলেন, তার দেশের এমন বন্ধু আছে, জেনে তিনি খুব খুশি।
এদিন বৈঠকের পর স্টারমার ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে কথা বলেন।
রোববার লন্ডনে ইউরোপীয় নেতাদের একটি সম্মেলন হতে যাচ্ছে। ওই সম্মেলনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ও ইউরোপের সামগ্রিক প্রতিরক্ষা নিয়ে আলোচনা হবে। আর জেলেনস্কি রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
গত কয়েক সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে সেতুবন্ধন তৈরির চেষ্টা করেছেন। কেননা ট্রাম্প প্রশাসন ইউরোপের প্রতিরক্ষায় কম জড়াতে চায়। জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগের দিন তিনি ট্রাম্পের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনাও করেন।
কিয়ার স্টারমার ইউক্রেনের জন্যও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার চেষ্টা করেছেন। ইউক্রেন চায়, যদি কোনো শান্তিচুক্তি হয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিক। শুক্রবার সন্ধ্যায়, ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে বাগবিতণ্ডার পরপরই তিনি উভয়ের সঙ্গে ফোনে কথা বলেন।
শনিবার ডাউনিং স্ট্রিট সফর ছিল প্রধানমন্ত্রীর জন্য একটি সুযোগ, যেখানে তিনি দেখিয়েছেন যে ট্রাম্পের সঙ্গে বিরোধ হলেও তিনি এখনো জেলেনস্কির পাশে আছেন।
জেলেনস্কি ও স্যার কিয়ার ইউক্রেনের সামরিক সরঞ্জামের জন্য ২ দশমিক ২৬ বিলিয়ন পাউন্ডের একটি ঋণ চুক্তি সই করেছেন, যা রাশিয়ার জব্দকৃত সম্পদের মুনাফা থেকে পরিশোধ করা হবে।
ঋণ চুক্তি সই হওয়ার পর জেলেনস্কি বলেন, এই অর্থ ইউক্রেনে অস্ত্র উৎপাদনের জন্য ব্যবহৃত হবে। তিনি ঘোষণা করেন, এটাই প্রকৃত ন্যায়বিচার— যে যুদ্ধ শুরু করেছে, তাকেই এর মূল্য দিতে হবে।
সম্পাদক ও প্রকাশক, এ কে এম কাফিল উদ্দিন সুমন
মিম টাওয়ার, তৃতীয় তলা, ১০৪শুক্রাবাদ, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা ১২০৭
doinikbanglarakash@gmail.com
01614470777..01886406321
Copyright © 2025 বাংলার আকাশ ডট নেট - banglarakash.net. All rights reserved.