রমজানের প্রথম দিনেই রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।
রোববার (২ মার্চ) বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এই চিত্র দেখা যায়।
সরেজমিন ঘুরে ও খোঁজ নিয়ে জানা যায়, বিকালে অফিস ছুটির পর রাজধানীর গুলিস্তান, পল্টন, মৎস্যভবন, মিন্টোরোড, কাকরাইল, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, তেজগাঁও, বিজয় সরণি, রামপুরা, হাতিরঝিল, বাড্ডা, গুলশান, বনানী, নতুন বাজার এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। মোড়ে মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা যায় চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষদের।
একদিকে রমজান মাসের শুরু, অন্যদিকে সপ্তাহের প্রথম কর্মদিবস। তাই ইফতারের আগে বাসায় ফিরতে কর্মজীবীদের বেশি তাড়া দেখা যায়। কিন্তু যানজটের কারণে তাদের বেশ ভোগান্তিতে পড়তে হয়।
রাজধানীর কারওয়ান বাজারে বাসের জন্য দাঁড়িয়ে থাকা শিক্ষার্থী ফারুকুল ইসলাম গহীন বলেন, ক্লাস শেষে খেজুর ও বাদাম কিনতে কারওয়ান বাজারে এসেছি। এখন মিরপুরে বাসায় ফিরে যাব। কিন্তু রাস্তায় যে যানজট ইফতারের আগে পৌঁছাতে পারবো কিনা জানি না।
বাংলামোটরে কথা হয় চাকরিজীবী কাউসার আহমেদের সঙ্গে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। কাউসার বলেন, আজ প্রথম রোজা। তাই ভাবলাম, পরিবারের সঙ্গে ইফতার করব। কিন্তু রাস্তায় তো ভয়ংকর যানজট। যদিও প্রতিবছরই ইফতারের আগে আমাদের এই ভোগান্তি পোহাতে হয়।
এদিকে সড়কে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সদস্যদের ব্যাপক তৎপর দেখা গেছে। কিন্তু একই সময়ে অনেক মানুষ রাস্তায় বের হওয়ায় যানজট সামাল দিতে তাদের হিমশিম খেতে দেখা গেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার বলেন, মানুষ সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঘর থেকে বের হয়। ৯ ঘণ্টায় ধরে যারা বের হয় তারা পরের দুই ঘণ্টায় অর্থাৎ বিকাল ৪টা থেকে ৬টার মধ্যে ঘরে ফিরতে চায়। যে কারণে রাস্তায় ব্যাপক চাপ পড়ে। এটাই ইফতারের আগে যানজটের মূল কারণ। সকালে কিন্তু তেমন যানজট ছিল না। তারপরও আমরা যানজট নিরসনে চেষ্টা করছি। আমাদের এসসি, ডিসি, এডিসি, যুগ্ম কমিশনার সবাই রাস্তায় আছে। আমি নিজেও রাস্তায় আছি। সাধারণ সময়ের তুলনায় সড়কে ট্রাফিক মোতায়েনও বেশি করা হয়েছে। আশা করি ইফতারের আগেই মানুষকে বাসায় ফিরতে পারবে।
উল্লেখ্য, অন্যান্য বছরের মতো এবারও রমজান মাসে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন হয়েছে। রমজান মাসে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে অফিস।
সম্পাদক ও প্রকাশক, এ কে এম কাফিল উদ্দিন সুমন
মিম টাওয়ার, তৃতীয় তলা, ১০৪শুক্রাবাদ, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা ১২০৭
doinikbanglarakash@gmail.com
01614470777..01886406321
Copyright © 2025 বাংলার আকাশ ডট নেট - banglarakash.net. All rights reserved.