প্রথমবারের মতো দেশে মর্যাদাপূর্ণ ‘অরিজিনাল মিডিয়া ইনোভেশন অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করল মাইন্ডশেয়ার বাংলাদেশ। প্রতিবছর শেষে মাইন্ডশেয়ার গ্লোবাল এই পুরস্কারের ঘোষণা করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় ৩৫০টি এন্ট্রি এবং ৩২টি মার্কেটের কঠিন প্রতিযোগিতার মধ্য থেকে ‘রিন বিপ কল ক্যাম্পেইন’ অর্জন করে এই অভূতপূর্ণ সাফল্য! ইউনিলিভার ব্র্যান্ড রিন-এর জন্য করা ক্যাম্পেইনটির টেলিকম পার্টনার হিসেবে ভূমিকা পালন করে বাংলালিংক।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই পুরস্কার চারটি বিভাগে দেওয়া হয়, যেখানে বাকি তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে ও ভারতের মাইন্ডশেয়ার অফিস। এই ক্যাম্পেইনের মাধ্যমে, ১৭ লক্ষাধিক গ্রামীণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে, যাদের প্রচলিত গণমাধ্যমের মাধ্যমে পৌঁছানো সম্ভব ছিল না।
সম্পাদক ও প্রকাশক, এ কে এম কাফিল উদ্দিন সুমন
মিম টাওয়ার, তৃতীয় তলা, ১০৪শুক্রাবাদ, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা ১২০৭
doinikbanglarakash@gmail.com
01614470777..01886406321
Copyright © 2025 বাংলার আকাশ ডট নেট - banglarakash.net. All rights reserved.