
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বিরোধে পাওনা টাকাকে কেন্দ্র করে চলে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।
শনিবার (১ লা মার্চ) সকালে উপজেলার রয়েড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন ধরে ওই গ্রামের আওয়ামী ফ্যাসিবাদ সরকারের স্থানীয় নেতা ইউপি সদস্য আবু সালেহ মুসার সঙ্গে একই এলাকার মোকাদ্দেস হোসেনের সমর্থকদের বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে পাওনা টাকা (দুই হাজার) চাওয়াকে কেন্দ্র করে মুসার সমর্থক আকমলের সঙ্গে মোকাদ্দেসের সমর্থক সুজনের কথা-কাটাকাটি হয়।
এরই জের ধরে শনিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, আবারও সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
তারা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছে। এ বিষয়ে এখনও কাউকে আটক করা যায়নি। থানায় এখনও কোনো মামলা হয়নি ।