বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১ মার্চ) সকালে বান্দরবান রিজিয়নের আওতাভুক্ত ৬৯ পদাতিক ব্রিগেডের ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স মাঠে সেনা রিজিয়নের জিএসও-২ (ইন্টেলিজেন্স) মেজর পারভেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করেন।
ইফতার সামগ্রী বিতরণকালে ৬৯ পদাতিক ব্রিগেডের মেজর পারভেজ বলেন, বান্দরবান রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা, এরই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসকে সামনে রেখে এই উদ্যোগ। বাংলাদেশ সেনাবাহিনী আগামীতেও পার্বত্য এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যেকোনো প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে বলে এসময় তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বান্দরবান সদর এলাকার শতাধিক গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, মুড়ি, আলু, ছোলা, ময়দাসহ ইফতারের বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
এদিকে রমজানের শুরুতেই সেনাবাহিনীর কাছ থেকে ইফতার সামগ্রী পেয়ে খুশি গরিব, অসহায় ও দুস্থ পরিবারের সাধারণ জনগণ।
সম্পাদক ও প্রকাশক, এ কে এম কাফিল উদ্দিন সুমন
মিম টাওয়ার, তৃতীয় তলা, ১০৪শুক্রাবাদ, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা ১২০৭
doinikbanglarakash@gmail.com
01614470777..01886406321
Copyright © 2025 বাংলার আকাশ ডট নেট - banglarakash.net. All rights reserved.