২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির মিশন গ্রুপ পর্বেই শেষ হয়েছে বাংলাদেশ দলের। দেশে ফিরেছেন নাজমুল হোসেন শান্তরা। শুক্রবার রাত ১১টার দিকে বাংলাদেশ দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে। দেশে ফিরে অবশ্য খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলবেন তারা।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের শুরু হয় ভারতের কাছে হেরে। এরপর নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। গত বৃহস্পতিবার নিয়মরক্ষার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল তাদের। কিন্তু বৃষ্টিতে টসই হয়নি। দেড় ঘণ্টা পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে বাংলাদেশ ও পাকিস্তান। পুরো আসর থেকে দুই দলেরই অর্জন ১ পয়েন্ট করে। দুই দলই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় বাংলাদেশ পয়েন্ট টেবিলের তিনে থেকে আসর শেষ করে। এই গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে নিউজিল্যান্ড ও ভারত।
সম্পাদক ও প্রকাশক, এ কে এম কাফিল উদ্দিন সুমন
মিম টাওয়ার, তৃতীয় তলা, ১০৪শুক্রাবাদ, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা ১২০৭
doinikbanglarakash@gmail.com
01614470777..01886406321
Copyright © 2025 বাংলার আকাশ ডট নেট - banglarakash.net. All rights reserved.