মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে খালি হাতে আত্মরক্ষার আধুনিক কৌশল রপ্ত করা মার্শাল আর্ট কারাতে প্রশিক্ষণার্থীদের ১১টি ক্যাটাগরির বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৩ মার্চ) সকাল ৯টা থেকে শুরু করে দিনব্যাপী সিতো-রিউ কারাতে একাডেমি জয়পুরহাট শাখা ও স্থানীয় কিংকুইন কারাতে জিমের যৌথ আয়োজনে শহরের পূর্ব বাজার গাউছিয়া মার্কেটের ২তলায় অনুষ্ঠিত বেল্ট পরীক্ষায় প্রধান পরীক্ষকের দায়িত্ব পালন করেন কারাতের জাতীয় ও আন্তর্জাতিক রেফারি ব্ল্যাকবেল্ট ৫ম ড্যান মোঃ বকুল হোসেন। তাকে সহায়তা করেন সিতো-রিউ কারাতে একাডেমি জয়পুরহাট শাখার পরিচালক আমান উল্লাহ আমান।
এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ মজিবুর রহমান, সাংবাদিক আবু রায়হান, সদর থানা নার্সারী স্কুল শিক্ষিকা মোছাঃ মুশফিকা শবনম লীনা, সিনিয়র শিক্ষার্থী মানিক রামসহ অভিভাবকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক, এ কে এম কাফিল উদ্দিন সুমন
মিম টাওয়ার, তৃতীয় তলা, ১০৪শুক্রাবাদ, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা ১২০৭
doinikbanglarakash@gmail.com
01614470777..01886406321
Copyright © 2025 বাংলার আকাশ ডট নেট - banglarakash.net. All rights reserved.